গত মাসেই প্রকাশ্যে এসেছিল পাভেল (Pavel) পরিচালিত 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika) ছবির ট্রেলার। আগামী ২৫ অগস্ট পরিচালক পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকদের। 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট' এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস (Saurav Das), ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), দ্য বং গাই তথা কিরণ দত্ত (Kiran Dutta), অনামিকা সাহা (Anamika Saha), শতাব্দী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়কে।
শহরের অলিতে-গলিতে ভালোবাসার ছোঁয়া! ভালোবাসার শহরে কীভাবে ধীরে-ধীরে ভালোবাসার সম্পর্কগুলি গড়ে ওঠে, সেটিই 'কলকাতা চলন্তিকা'-র মূল উপজীব্য।
ইতিমধ্যেই পাভেল পরিচালিত এবং শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র প্রথম গান 'গীতবিদ্যানের দিব্যি' প্রকাশ্যে এসেছে। আজ সামনে এল 'মধ্যরাতের গান'। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)।