প্রায় বেশ অনেকগুলি বছর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। একসময় বাণিজ্যিক ছবির কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। দেব, জিৎ, প্রসেনজিৎ থেকে মিঠুন চক্রবর্তী, সকলেরই নায়িকা হিসেবে পরিচালকদের প্রথম পছন্দে থাকতেন রঞ্জিত মল্লিক-কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick)। যদিও বাবার পরিচয়ে নয়, নিজের দক্ষতায় টলি সাম্রাজ্যের আসন অধিকার করেন কোয়েল (Tollywood Actress)। বিবাহের পর সংসারী হয়ে উঠলে, বড় পর্দার সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ছবি নির্বাচনেও দেখা যায় বেশ পরিবর্তন। তথাকথিত বাণিজ্যিক ছবির ধারা থেকে বেরিয়ে বেশ গুরুগম্ভীর বিষয়বস্তুর ছবি বেছে নেন তিনি। খুব শীঘ্রই তাঁকে পুনরায় দেখা যেতে চলেছে বড় পর্দায়। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত "জঙ্গলে মিতিন মাসি" (Jongole Mitin Mashi) ছবিতে নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
বেশ কিছু বছর আগে, ছোটদের অতি কাছের 'মিতিন মাসি'কে পর্দায় উপস্থাপিত করেছিলেন অরিন্দম শীল। গোয়েন্দা তথা চলচ্চিত্র-প্রেমী বাঙালিদের কাছে কেবল গোয়েন্দা হিসেবে মিতিন মাসির বড় পর্দায় আগমনেরই অভাব ছিল। সেই মনস্কামনা পূরণ করেছিলেন অরিন্দম। প্রথমবারের সাফল্যের পর তাই আরও একবার অরিন্দম শীলের হাত ধরে রহস্য সমাধানে ব্রতী মিতিন মাসি। এই গোয়েন্দা চরিত্রের স্রষ্ঠা, প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) "সারান্ডায় শয়তান" (Saranday Saytan) অবলম্বনে তৈরি এই ছবির নাম, "জঙ্গলে মিতিন মাসি"। সারান্ডা, দলমার জঙ্গলে হবে ছবির নির্মাণ কার্য। আগামী এপ্রিলের শেষ অথবা মে মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির প্রস্তুতি।
বাঙালির কাছে নববর্ষ হল এক অতি প্রিয় উৎসবের দিন। এই দিনই মুক্তি পাবে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। খোদ কোয়েল মল্লিক তাঁর সামাজিক মাধ্যমে (Social Media) সুখবরটি প্রকাশ করেছেন। বলা বাহুল্য, নববর্ষের প্রাক্কালে এমন এক উপহার, মুহূর্তের মধ্যে 'মিতিন মাসি' সিরিজের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। অনেকেই জানিয়েছেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন তাঁরা। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া ফিল্মস (Camelia Films)। সম্ভাব্য পুজোয় মুক্তি পেতে পারে এই ছবি। প্রসঙ্গত, পুজো নাগাদ বেশ অনেকগুলি গোয়েন্দা-কেন্দ্রীক চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। ফলে পুজোর আমেজ যে রহস্য, রোমাঞ্চ, সমাধানে একেবারে জমে উঠবে, তা আর বলতে বাকি থাকে না।