Kangana Ranaut Lok Sabha Polls: সমস্ত বিতর্ক সরিয়ে এবার রাজনীতির ময়দানে আসার ইচ্ছে প্রকাশ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সুযোগ পেলে লোকসভা ভোটে লড়তে চান কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বসলেন কঙ্গনা। তাঁর কথায়, বিজেপি টিকিট দিলেই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে জানান তিনি।
আজ তিনি জানিয়েছেন, যদি জনগণ চায় এবং বিজেপি যদি টিকিট দেয় তবে তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক। প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা। তাই নিজের জন্মভূমি থেকেই লড়ার ইচ্ছে অভিনেত্রীর।
প্রসঙ্গত,বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা। সর্বদাই নানান বিতর্কের মাঝেই পেজ-থ্রি'র শিরোনামে থাকেন কঙ্গনা। এবার রাজনৈতিক দলে যোগদান নিয়ে নিজের অভিমত কার্যত স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।