বলিউড থেকে হলিউড কিংবা রাজনৈতিক ময়দান, সবেতেই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেই পরিচিত কঙ্গনা (Kangana Ranaut)। আজ তাঁর জন্মদিন। ঈশ্বর এবং মা-বাবার কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশিই ৩৬-এ পা দিয়েই ভোল বদল কঙ্গনার।
একটি ভিডিও সোশ্যালে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে কানে, গলায়, হাতে সোনার গয়না। সঙ্গে মানানসই সিল্ক শাড়ি। চুলে রয়েছে ফুল। আন্তরিক ধন্যবাদ জানিয়ে কঙ্গনা বলেন, "আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কাছে আমি ঋণী।"
এটুকুই নয়। নিজের আধ্যাত্মিক গুরুকেও ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী আরও বলেন, আজ পর্যন্ত তাঁর বলা কোনো কথায় যদি কারোর খারাপ লেগে থাকে। তাঁর জন্য তিনি দুঃখিত।
এদিন জন্মদিনের পাশাপাশি উদয়পুরে অম্বিকা মায়ের মন্দিরে না খেয়ে ব্রত রেখে পুজো দেন কঙ্গনা।