সাধারণ মানুষ যখনই সমস্যায় পড়েছেন এগিয়ে এসেছেন সনু সুদ। সেটা লকডাউনে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হোক কিংবা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া। নিজের মনের সাথে ইচ্ছের সাথে কার্পণ্য করেননি সনু। অনাথ শিশু দত্তক নেওয়া, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেওয়া সবই করেছেন তিনি। সম্প্রতি শুরু হওয়া কৃষক আন্দোলনেও তাঁদের সমর্থনে পাওয়া গেছে ওঁকে। এমনকি মানুষকে সাহায্য করার জন্য নিজের সম্পত্তি পর্যন্ত বন্দক দিয়েছেন এই অভিনেতা।
আর এইসব নিয়েই মানুষের কাছে ঈশ্বর হয়ে উঠেছেন তিনি। তেলেঙ্গানার সিদ্দিপেটের ডব্বা টণ্ডা গ্রামে ওঁর অনুগামীরা তৈরি করে ফেললো ‘সনু সুদ মন্দির’! অনুগামীরা কথায়, “দেশের একমাত্র ঈশ্বর সনু সুদ।”
আর দেশবাসীর ‘মসিহা’ সনু সুদ বললেন, “আমার বলার ভাষা নেই। আমি ভীষণই খুশি। কিন্তু আমি শুধুই আমার ভাইবোনদের সাহায্য করেছি। এটা আমার প্রাপ্য নয়।”