মুক্তির আগে থেকেই ‘অপরাজিত’কে নিয়ে চর্চার শেষ ছিল না। মুক্তির পরেও 'অপরাজিত রায়’ নন্দনে পরাজিতই! দ্বিতীয় সপ্তাহেও নন্দনে ঠাঁই হল না অনীক দত্তের ছবির। তবে তা নিয়ে আর আক্ষেপ নেই আমজনতার। 'অপরাজিত'কে দমিয়ে রাখা যাবে না, তা বুঝিয়ে দিয়েছে বাঙালি। প্রযোজক রানা সরকার এদিন প্রকাশ্যে আনলেন সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি এই ছবির বক্স অফিস কালেকশন।
প্রযোজকের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ছ'দিনে ১.৫৪ কোটি টাকার ব্যবসা করেছেন অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'। বাংলা ছবির ক্ষেত্রে এমন দৃষ্টান্ত বিরল।
বলাবাহুল্য, ছবিতে বড় মুখ থাকলেই যে তা সফল হবে, এমন মনে করেন না অনীক দত্ত। তিনি এও দেখিয়ে দিয়েছেন, টেলি তারকাদের নিয়ে ছবি করলেও তা হিট হতে বাধ্য। কারণ অনীকবাবু মনে করেন, "কন্টেন্টই আসল চাবিকাঠি।" অনীক দত্তের কথায়, "তারকা নিয়ে ছবি করার কথা আমি ভাবিনি। যাঁদের নিয়ে ছবি করেছি, তাঁদের মধ্যে যদি কেউ তারকা হয়ে থাকেন, সেটা কাকতালীয়। আমি অভিনয় ক্ষমতাটাই দেখি।"
এদিকে প্রযোজক রানা সরকার বলেন, প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা হয়নি ‘অপরাজিত’-র। তৃতীয় সপ্তাহে ফের এই ছবি সেখানে দেখানোর অনুরোধ করা হবে।