২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় এবার বিচারপতির সামনে জবানবন্দি দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর সাফ দাবি, এই মামলায় তিনি কোনও প্রভাব খাটানোর চেষ্টা করেননি। সম্প্রতি, ১৫ই নভেম্বর এই মামলায় জ্যাকলিনের জামিনের আবেদন মঞ্জুর করেছে পাতিয়ালা কোর্ট। তবুও যেন থাকছে না বিতর্ক।
শনিবার দিল্লি পুলিশের ‘ইকোনমিক অফেন্স উইংস’ (EOW)-এর আধিকারিকদের সামনে আদালতেই বয়ান রেকর্ড করলেন জ্যাকলিন। উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।
এর আগে দিল্লি পুলিসের আর্থিক অপরাধ দমন শাখার জেরার মুখোমুখি হয়েছিলেন জ্যাকলিন। তখনই জ্যাকলিন জানিয়েছিলেন, এবার তিনি যা বলার ম্যাজিস্ট্রেটের সামনে বলবেন। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।