মার্কিন নৌ সেনা অফিসারের মুখে ভারতীয় সিনেমার গান। যে গানে অভিনয় করেছেন শাহরুখ খান। সেনা অফিসারদের একটি নৈশভোজের অনুষ্ঠানেই এক মার্কিন নৌ সেনা অফিসার গান গেয়েছেন "ইয়ে যো দেশ হ্যায় তেরা... স্বদেশ হ্যায় মেরা..." আর সেই মুহূর্তই ক্যামেরা বন্দি করে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তরনজিৎ সিং সান্ধু সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূর্তই ভাইরাল হয় সেই ভিডিও।
ভিডিওটি আপলোড করে আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরনজিৎ সিং সান্ধু লিখেছেন, এই ভিডিও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ। ভারত ও আমেরিকার বন্ধুত্ব চিরকাল অটুট।
অপরদিকে পাল্টা এই ভিডিও শেয়ার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-সেনা বাহিনীর অফিসিয়াল পেজ। ক্যাপশনে লেখা, "১৯২৫ সাল থেকে এই ব্যান্ডটি মার্কিন নৌ বাহিনীর সঙ্গে যুক্ত আছে। আমরা আশা করছি তাদের ছোট্ট এই অনুষ্ঠানটি ভারত-মার্কিন সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।"
শুধু তাই নয়, এই ভিডিও দেখে আপ্লুত কিং খান। এই ভিডিও শেয়ার করেছেন তিনিও।
উল্লেখ্য ২০০৪ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত স্বদেশ সিনেমাটি। এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রহমান।