একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) দামামা বেজে গিয়েছে অনেক আগেই। ভোট উৎসবের প্রস্তুতির মাঝেই নজরে ছিল তারকা-খচিত প্রার্থী তালিকা। আর সেই তালিকা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে নানান জনমত। ইতিমধ্যেই শাসকদলের হয়ে প্রচারের জন্য আসানসোল দক্ষিণে পৌঁছে গিয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে একই ভাবে নিজেদের কেন্দ্রে রাজ চক্রবর্তী এবং জুন মালিয়ারও দেখা মিলেছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই আসানসোলে পৌঁছে একটি শিব মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচারে নেমেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সায়নী লিখেছেন, "আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত।"
তবে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের তীব্র বিরোধিতা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সায়নীর সাফ কথা ''মান, অভিমান, ক্ষোভ, যা আছে তা মিটিয়ে নেব। আমি বহিরাগত নই, বাংলারই মেয়ে।''
এরপরেই আসানসোলে গিয়েই 'বহিরাগত' ইস্যুতে সায়নী ঘোষ বলেন, ''কীসের বহিরাগত, আমি বাংলারই মেয়ে। কলকাতা থেকে আসছি, কলকাতার যত ভালো আছে, সব এখানে নিয়ে আসব। দিদি বলেছেন, ভালোবাসা কাকে বলে দেখিয়ে এসো, তাই এসেছি। আগামী দিনে যদি সুযোগ পাই তাহলে কাজে দেখিয়ে দেব, বেশি কথা বলব না।''
অন্যদিকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, "অনেকে বিজেপিতে যোগ দেওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। কথা হয়েছে, এখন সব ঠিক হয়েছে। আমাকে সেলিব্রিটি ভাববেন না। আমি ঘরের ছেলে।"