নুসরত জাহান (Nusrat Jahan), উইকিপিডিয়া বলছে অভিনেত্রী বয়স এখন ৩২ । মা হওয়ার পর এটাই নুসরতের প্রথম জন্মদিন, কাজেই স্পেশ্যাল ডে আরও স্পেশ্যাল হল বটে।
বাংলা সিনেমার জগতে নুসরত এমন একজন মানুষ, যার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া কম হয়নি। তবে বারংবার নিজের সাহসী পদক্ষেপ, উন্মুক্ত চেতনা আর কাজের দক্ষতার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী।
২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন নুসরত। এরপর তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপরেই রাজ চক্রবর্তী পরিচালিত 'শত্রু' সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন নুসরত।
এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'খোকা ৪২০', 'খিলাড়ি', 'জামাই ৪২০', 'কেলোর কীর্তি', 'হরিপদ ব্যান্ডওয়ালা', 'আমি যে কে তোমার', 'উমা', 'আসুর', 'এসওএস কলকাতা', 'অভিধান' সহ একাধিক ব্লক বাস্টার সিনেমার মুখ্য চরিত্রে দেখা মিলেছে নুসরতের।
বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন তিনি। কর্মদক্ষতার জোরে হয়ে যান বসিরহাটের সাংসদ। এরপর বিয়ে, সম্পর্কে বিচ্ছেদ, নতুন জীবন সঙ্গী এবং সন্তান। বর্তমানে বেশ ভালোই জীবন কাটছে তাঁর।