রাজ্যের (West Bengal) উন্নয়নের স্বার্থে পদক্ষেপ নিচ্ছে না বিজেপি (BJP)। বাংলা নিয়ে আন্তরিকতার অভাব স্পষ্ট বিজেপির মধ্যে। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনটাই ঘোষণা করে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এরপরেই উঠেছে নানান ইস্যু। রাজনৈতিক মহল থেকে টলিপাড়া একে একে অনেকেই নিজেদের মত ব্যক্ত করেছেন। অনেকেই জড়িয়েছেন বিতর্কে।
তার মাঝেই ফের দলত্যাগীদের কটাক্ষ করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার তাঁর বক্তব্য, "মানুষের কাজ করবে বলে যারা লক্ষ্মীর আশায় পদ্ম ধরেছিল তারা একে একে বিদায় নিচ্ছে।"
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের এমন পোস্টের মন্তব্য বক্সে ইতিমধ্যেই ভরেছে নানান মন্তব্য। তার মধ্যেই এক নেটিজেনের বক্তব্য, "লোন শোধ হয়ে গেলে লোন এজেন্সির কাছে কি আর কেউ পড়ে থাকে? তারা তখন ভাতা পাওয়ার লাইনে দাঁড়ায়।" আবার অধিকাংশের মতামত, শিল্পীদের রাজনৈতিক লাইনে আসা উচিত নয়। কারণ তাঁদের দুনিয়া আর রাজনৈতিক দুনিয়ার মধ্যেই বিস্তর ফারাক।
প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিম বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে কখনই রাজনীতিতে আসেননি শ্রাবন্তী। তবে রাজনীতিতে এসেও লাভ মিলল না। নিজের কেন্দ্রে হারার পর, মাত্র আট মাস দলে থেকেই দলত্যাগ করতে হল অভিনেত্রীকে। উল্লেখ্য, গতকাল রুদ্রনীলও শ্রাবন্তীকে কটাক্ষ করেই বলেছিলেন, "মাত্র আট মাসের রাজনীতি জীবন! যাঁরা দলত্যাগ করছেন, তাঁরা আদৌ কি দলে ছিলেন? শ্রাবন্তীর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই।"