ধরুন আপনি কারুর পরিচয় জানতে চাইলেন, তার উত্তরে তিনি আপনাকে বললেন, "আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার, এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম।" এমন পরিচয় জ্ঞাপন শুনে স্বভাবতই আপনার তাঁকে ভুল বোঝা উচিত, কিন্তু 'ঋতুপর্ণা' তা করেননি। বরং এমন করেই তিনি চিনে নিলেন তাঁর প্রাণের 'দোসর' প্রসেনজিতকে। আসলে এটি হল আসন্ন ছবি, 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা'র (Prosenjit weds Rituparna)একটি প্রচার দৃশ্য (Promotion Scene) মাত্র।
ঘটনাটা আর একটু বিস্তারিত ভাবে বলা যাক। সম্রাট শর্মা (Smarat Sharma) পরিচালিত আসন্ন ছবি (Tollywood Movie), 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা' তে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা নামের এক যুবতী, অভিনেতা প্রসেনজিতের অন্ধ ভক্ত। বিয়ে করলে তিনি তাঁকেই করবেন। কাকতালীয় ভাবে তাঁর বিবাহিত স্বামীর নামও হয় প্রসেনজিতের নামে। ফলে কতটা পর্দায় জাদু করতে পারবে এই নতুন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি, তারই এখন অপেক্ষা।
খুব স্বাভাবিক ভাবেই, চলছে ছবির প্রচার। সম্প্রতি তারই একটি দৃশ্য সামাজিক মাধ্যমে (Social Media) ভাগ করে নিয়েছেন স্বয়ং অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সেখানেই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেত্রী এবং অভিনেতার মধ্যে চলছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা হিসেবে পরিচয় পর্ব। 'কাছের মানুষ' প্রসেনজিতের 'অন্যায় অত্যাচার' (Annyaya Attyachar) ছবির সংলাপ দিয়ে হবু স্বামী প্রসেনজিতকে পরিচয় দিতে দেখে, প্রেমে পড়েন ঋতুপর্ণা। এবং তৎক্ষণাৎ করে বসেন প্রেম নিবেদন। এই চরিত্র দুটিতে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখার্জী (Ipsita Mukherjee), এবং 'শ্রীকান্ত' খ্যাত ঋষভ বসু (Rishav Basu)। এছাড়াও বিভিন্ন চরিত্রে মানসী সিনহা, অভিজিৎ গুহকে দেখা যাবে। বিশেষ চমক হিসেবে থাকবেন খোদ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাৃগৃহে মুক্তি পাবে এই ছবি।