সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্ডেল। এই অভিযোগের ভিত্তিতে বান্দ্রা মেট্রোপলিটন কোর্ট শুক্রবার কঙ্গনা এবং তাঁর দিদির বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয়। মেট্রোপলিটন কোর্টের ম্যাজিস্ট্রেট জয়দেও খুলে তাঁর নির্দেশিকায় জানান দাখিল করা অভিযোগের ভিত্তিতে তিনি প্রত্যক্ষ করেন যে কঙ্গনা এবং তাঁর দিদির বিরদ্ধে ওঠা অভিযোগ মূলত তাদের ট্যুইটার পোস্ট এবং ইন্টারভিউ গুলি থেকেই শনাক্ত করা হয়েছে।
মুনওয়ার আলি সায়েদ নামে একজন কাস্টিং ডিরেক্টর এই অভিযোগ দায়ের করেন। 153A, 295A, 124 এই তিনটি ধারায় মূলত মূলত অভিযোগ নথিভুক্ত হয়। মুনওয়ার আরও জানান যে কঙ্গনা প্রতিনিয়ত সকলের সামনে এটা তুলে ধরতে চাইছে যে বলিউড ইন্ডাস্ট্রি নেপোটিজম্, ফেভারেটিজম্, নেশা, হত্যাকারীদের আঁতুরঘর। পুলিশের খুব তাড়াতাড়ি এর তদন্ত করে আসল রহস্য সামনে আনা উচিত বলেও জানান তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই কঙ্গনা ট্যুইট করে বলেন যে মুম্বাইকে POK( Pakistan occupied Kashmir) বলে দাবি করেন।