টলিপাড়ার বেশ জনপ্রিয় মিষ্টি মুখ এনা সাহা (Ena Saha)। ছোট বয়সে রুপোলি পর্দায় তার অভিষেক হয় টেলি জগতের মাধ্যমেই, ছোট্ট মিষ্টি মেয়েটার প্রাণোচ্ছলতা মন কেড়েছিল দর্শকের। আজ কেবল অভিনেত্রী নন, প্রযোজনার দায়িত্বেও নাম লিখিয়েছেন এনা সাহা।
SOS KOLKATA ছবিটিও প্রযোজনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিতে অভিনয় করেছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta), নুসরত জাহান (Nusrat Jahan), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) সহ আরও অনেকে। পরবর্তীতে 'চিনে বাদাম' ছবিও পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। সেই ছবিতে যশ দাশগুপ্তের বিপরীতে এনাকে দেখেছিলেন দর্শক। বছর ঘুরেছে। সোশ্যালে বেশ সক্রিয় থাকলেও, অভিনয় কিংবা পরিচালনার কাজে মিলছিল না তার দেখা।
তবে শীঘ্রই আসছে এনার কাজ। এ বছরের শেষেই মুক্তি পাবে এনা প্রযোজিত ছবি ‘ডাক্তারকাকু’। এছাড়া যশ দাশগুপ্তের সঙ্গে সব সমস্যা মিটলেই মুক্তি পাবে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিটিও।
গতকাল বোল্ড লুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী এনা সাহা। আর তাতেই কটাক্ষের ভিড়। অনেকেই যেমন প্রশংসা করেছেন, তেমনই কম নয় কটাক্ষ।