গত শুক্রবারে মুক্তি পেয়েছে 'দৃশ্যম ২'। প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসে দেদার ব্যবসা করছে অজয় দেবগন অভিনীত 'দৃশ্যম ২'। মুক্তির প্রথম দুদিনেই দেশের সর্বত্রই হাউসফুল এই ছবি। ট্রেন্ড বলছে, যে গতিতে ‘দৃশ্যম ২' এগোচ্ছে, তাতে এই সপ্তাহেই ব্যবসার নিরিখে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিকে টেক্কা দিতে পারে এই ছবি। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল অজয় দেবগনের ‘দৃশ্যম ২'।
প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পায় পরিচালক জিতু জোসেফের মালায়লম ছবি 'দৃশ্যম'। ২০১৫ সালে এই ছবির হিন্দি রিমেক তৈরি করেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই ছবিও দারুণ হিট হয়। কয়েকবছর পরেই মালায়লম ভাষাতেই মুক্তি পায় ‘দৃশ্যম ২'। এরপরই ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক বানান প্রযোজক কুমার মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। সূত্র বলছে, খুব শীঘ্রই নাকি ‘দৃশ্যম ৩' তৈরি করতে চলেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ছবির সাফল্যে খুশি অজয়। গতকাল বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন অজয় দেবগন। নিজের পোস্টের মাধ্যমেই জানান অনেকদিন ধরেই তিনি এখানে আসার কথা ভাবছিলেন।