গতকালের খবরেই সিলমোহর। নিজের বাসভবনে পতাকা উত্তোলনের পরেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'বাঘাযতীন' ছবির প্রথম ঝলক প্রকাশ করলেন দেব (Dev)। দ্য রোরিং বেঙ্গল টাইগার-যুগান্তর পার্টির প্রধান সদস্য এবং লিডার হিসেবে স্বাধীনতার ইতিহাসে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অবদান স্বর্ণাক্ষরে রচিত।
এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনী বড়পর্দায় তুলে ধরবে 'বাঘাযতীন', নেপথ্যে প্রযোজক-অভিনেতা দেব।ছবির প্রথম ঝলক প্রকাশ করে দেব লিখেছেন, "যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর-বাঘাযতীন।"
ইউটিউবে একটি বিশেষ টিজার ভিডিও তৈরি করে ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা এবং প্রযোজক দেব।
২০২১ সালে 'গোলন্দাজ' সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় এই ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা দেবে দেব।