সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে একের পর এক বলিউডি তারকার নাম, এবং শেষে দীপিকা পাড়ুকোনের নামও মাদককান্ডে জড়িয়ে যাওয়ার পর থেকেই তাঁর ব্যক্তিগত ম্যানেজার করিশ্মা প্রকাশ 'নিখোঁজ' হয়ে যান। ২১ অক্টোবর কওয়ান ট্যালেন্ট এজেন্সি থেকে ইস্তফা দেন করিশ্মা। ২৭ অক্টোবর তাঁর বাড়ি থেকে ১.৭ গ্রাম হাশিশ এবং সিবিডি অয়েল-এর তিনটি শিশি বাজেয়াপ্ত হয়। সে সময়ে বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। ২৮ অক্টোবর এনসিবির সামনে হাজিরা দেওয়ার তলব করা হলেও আসেননি করিশ্মা। তাঁর সাথে যোগাযোগও করা যায়নি। এরপরই, তাঁকে 'নিখোঁজ' বলে ঘোষণা করা হয়।
গতকাল মুম্বইয়ের বিশেষ আদালত গ্রেপ্তারি এড়াতে তাঁকে এনসিবি-র সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পর, আজই এনসিবি দপ্তরে হাজির হন তিনি। সূত্রের খবর, ৭ নভেম্বর পর্যন্ত করিশ্মাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।