চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিত্বদের মধ্যে যাঁরা সর্বোচ্চ সন্মানের অধিকারী হন, তাদের জন্য রয়েছে ভারত সরকারের শ্রেষ্ঠ পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার আরও এক ব্যক্তিত্বের নামে জাতীয় স্তরে পুরস্কার চালু করা হবে। তিনি আর কেউই নন, ভারত তথা বিশ্বসিনেমা মঞ্চের অন্যতম উজ্জ্বল তারা, সত্যজিত রায়। গতকাল কলকাতায় আসেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এক ঝাঁক টলিউড তারকার উপস্থিতিতে এই বড়ো ঘোষনা করেন তিনি।
টালিগঞ্জের ছোটপর্দা থেকে বড়পর্দার অনেকেই যারা এখনো নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি, তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। বিজেপি নেতা বাবুল সুপ্রিয় সহ বিজেপিতে যোগ দেওয়া কাঞ্চনা মৈত্র, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, অনীক দত্ত, গৌতম ঘোষ, নন্দিতা রায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানেরা। দাদাসাহেব ফালকে দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। আর এরপর দ্বিতীয়বারের জন্য সত্যজিত রায়ের নামে জাতীয় স্তরে পুরস্কার দেওয়া শুরু হবে। সন্দীপ রায় অত্যন্ত খুশির সাথে প্রকাশ করেন এটা অত্যন্ত গর্বের বিষয়। তবে ভোটের আগে বাঙালি আবেগকে পুরোদমে কাজে লাগাতে এও যে কেন্দ্রের এক ভোটমুখী চাল, মনে করছে শাসক শিবির থেকে রাজনৈতিক বিশ্লেষক সকলেই।