মাত্র কয়েক ঘন্টা আগেই হৈ চৈ টিভিতে রিলিজ করলো পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত ওয়েব সিরিজ ব্রেকআপ স্টোরি। মূলত এই প্রজন্মের ছেলে মেয়েদের প্রেম বিচ্ছেদ এবং আবারও নতুন সম্পর্কে জড়িয়ে পরার তাগিদই এই ছবির বিষয়বস্তু। বেশ কয়েকটি জুটির সম্পর্কের উত্থান পতনকেই পরিচালক এই গল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন।
একটা সম্পর্কে থাকাকালীন সময়ে মুহুর্তের উত্তেজনায় অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়লে তথাকথিত স্টেডি সম্পর্ক নিমেষের মধ্যে শেষ হয় যায় সঞ্জয় – প্রিয়াঙ্কার। চিরাচরিত বিশ্বাস ভঙ্গের গল্প। অন্য এক জুটির গল্পে আমরা দেখি মৃত প্রেমিকাকে হ্যালুসিনেট করে প্রেমিকের দিন গুজরান। এদিকে ঐ প্রেমিক সোমের জীবনে সাহিত্য প্রীতি বা অন্য যে কোনো কারণেই হোক না কেনো অল্প বয়সী উত্তর কলকাতার গোঁড়া সনাতন পরিবারের শিকল ছেঁড়া বিলেত ফেরত শিক্ষিকার প্রভাব। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সোম প্রেমিক হিসেবে অতীত এবং বর্তমান সম্পর্কের মাঝে তাঁর অবস্থান হারিয়ে ফেলে। আরেকটি গল্পে ফ্ল্যাটমেট খুঁজতে গিয়ে শ্রেয়া পেয়ে যায় জীবনের নতুন মানে। বাবার বদলির চাকরীর সুবাদে কোথাওই বেশিদিন স্থায়ী না হতে পারার কারণে কেউই সেভাবে বন্ধু হয়ে ওঠেনি ওর। নতুন ফ্ল্যাটমেট রোশনীর মধ্যেই সে খুঁজে পায় একজন প্রায় সমরুচি সম্পন্ন কেয়ারিং বন্ধু কাম সঙ্গীকে।
মজার কথা হলো একটা সম্পর্ক শেষ করে নতুন সম্পর্ক শুরু করতে চেয়েও কোনো জুটিই সেভাবে সফল হতে পারেনা তার কারণ হয়ত পুরনো সম্পর্ক তখনও তাদের গায়ে লেগে থাকে। সব মিলিয়ে পরিচালক বেশ নিপুণতার সাথেই বর্তমান প্রজন্মের ক্রাইসিস কে ফুটিয়ে তুলেছেন।