৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। তবে ৮ মে রাজ্যে নিষিদ্ধ করা হয় সন্দীপ সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এই নিয়ে টলিউডে যেমন দু'রকম মতামত উঠে এসেছিল তেমনই বাংলার বহু কনটেন্ট ক্রিয়েটরও মুখ খুলেছিলেন। এই প্রসঙ্গে কিছু দিন আগেই নিজের মতামত জানিয়েছিলেন টলিউড পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
এবার নিজের মতামত স্পষ্ট করলেন বনি সেনগুপ্ত। বললেন, "কোনও সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা কখনও উচিত নয়। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তো নিষিদ্ধ করার আর কোনও জায়গাই থাকে না।"
তবে এর সঙ্গেই মুখ্যমন্ত্রীকে 'দিদি' সম্বোধন করে বনির সংযোগ, "দিদি নিশ্চয়ই কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি নিজে এখনও ছবিটি দেখে উঠতে পারিনি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর কোনও কথা বলা তো ঠিক হবে না। তবে ইচ্ছে আছে ছবিটা দেখার।"