গাড়ির পর এবার ইডির নজরে বনি সেনগুপ্তের (Bonny Sengupta) বিদেশ ভ্রমন। সম্প্রতি নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে উঠে আসে অভিনেতা বনি সেনগুপ্তর নাম। এ বিষয়ে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে। প্রায় ১০ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। তবে আগামী মঙ্গলবার ফের তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে।
এবার ইডির নজরে বনির বিদেশ ভ্রমন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ২০১৮, ২০১৯ এবং ২০২২-এ পর পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন বনি। বিদেশ ভ্রমণের টাকা এল কোথা থেকে? উৎস কী? জানতে চায় ইডি আধিকারিকেরা। তবে একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী।
যদিও বনি সেনগুপ্তের সাফ দাবি, "জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি ইডিকে সমস্ত কিছুই দিয়েছি। কোনও বেআইনি কাজ আমার নেই, আমি ওই ধরনের ছেলেই না।"