২৫ মার্চ, ২০২৩
বিনোদন

Taapsee Pannu : টক-ঝাল-মিষ্টি স্মৃতি রোমন্থনে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা
Tapsee 2 Bengali News
instagram.com/taapsee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৬

এনডি টিভির একটি অনুষ্ঠান, 'জয় জওয়ান' (Jai Jawan)। যেখানে ভারতীয় সৈনিকদের বিভিন্ন রোমাঞ্চকর কর্মসূচির সাক্ষী হয়ে থাকেন দর্শক। কখনও তাঁদের সঙ্গ দিতে সামিল হন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও। তামিল অভিনেতা বিজয় দেবেরকণ্ডা (Vijay Deverakonda) হোক কিংবা রণবীর সিং (Ranveer Singh), আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) মত ব্যাক্তিত্ব, সকলেই অংশ নিয়েছেন এই অনুষ্ঠানের। সম্প্রতি এই অনুষ্ঠানের অংশ হতে দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu)। জীবনের নানারকম মজাদার স্মৃতির পাতা খুলে বসবেন বড় পর্দার 'রেশমি রকেট'।

সঞ্চালক তাপসীকে প্রশ্ন করেন, তাঁর শৈশবের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি সম্পর্কে। তাপসী জানান, শৈশবে নয়, বরং অভিনেত্রী হওয়ার পরই তাঁকে এমন এক মুহূর্তের শিকার হতে হয়েছে। সকলের সামনে পা পিছলে পড়ে গিয়ে, সেই মহা অস্বস্তিকর কীর্তি ঘটিয়েছিলেন বড় পর্দার 'মিঠু'।

মজাদার এই 'র‍্যাপিড ফায়ার' থেকে জানা গেছে, ছোটবেলায় অভিনেত্রীর ভবিষ্যত পরিকল্পনা বছর বছর পরিবর্তিত হতে থাকত। কোনও স্থির লক্ষ্য ছিল না। কখনও তিনি চাইতেন বিজ্ঞানী হবেন, আবার কখনও চাইতেন ডাক্তার। শেষমেষ অভিনেত্রী হতে পেরে তাই তিনি বেজায় খুশি। দীপিকা পাডুকোন (Deepika Padukone), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), অনুষ্কা শর্মা (Anuska Sharma), আলিয়া ভাট (Alia Bhatt), প্রত্যেক প্রথম সারির নায়িকার কেরিয়ার গ্রাফই তাঁকে প্রভাবিত করে। অপরদিকে তাঁর স্বপ্নের পুরুষ, 'আয়রন ম্যান'! কাল্পনিক এই চরিত্র হোক, কিংবা এই চরিত্রের অভিনেতা, তাঁর সঙ্গে জীবনে একটিবার হলেও তিনি দেখা করতে চান। অভিনেত্রী হওয়ার সুবাদে, বিভিন্ন ভাষার সঙ্গেও তাঁর পরিচয় ঘটেছে। চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা।

এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেও নিজেকে বিশেষ ভাগ্যবতী মনে করেন 'হাসিন দিলরুবা'। সৈনিকদের মতই তাঁদের কঠোর জীবনের অধ্যাবসায়ের সকল মুহুর্ত তিনি উপভোগ করেছেন। এই রোমাঞ্চকর সফর তাঁকে জীবনের প্রতিকূলতার সঙ্গে, প্রত্যেক মুহূর্তে আনন্দ করতে শেখারও পাঠ দিয়েছে। তাঁর সঙ্গে এও জানিয়েছেন, তিনি খুব অল্পেই উগ্র হয়ে ওঠেন, অর্থাৎ মেজাজ হারিয়ে ফেলেন। সে স্বভাবও তাঁকে পরিবর্তন করতে হবে। সবশেষে প্রশ্নকর্তা অভিনেত্রীকে করে বসেন খুব চলতি, অথচ তাপসীর জন্য বেশ মজাদার একটি প্রশ্ন। চা নাকি কফি, তিনি কোনটির প্রেয়সী? তাপসী উত্তর দেন, কফি! উত্তরটি শুনে প্রশ্নকর্তার চোখে মুখে এই প্রশ্নটি করার হেতু সেখানেই ধরা পড়ে। জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ' (Koffee With Karan) এ তাপসীকে না ডাকার কারণে তিনি একবার তাঁর ক্ষোভ প্রকাশ করেন জনসম্মুখে, সঙ্গে তিনি জানান কফি তাঁর পছন্দ নয় বলে, তিনি সেই অনুষ্ঠানে ডাক পাননি। 'জয় জওয়ান' এর সেটে তাপসী নিজের কথার জালেই নিজে জড়িয়ে গেলেন। যদিও এই পরিস্থিতিকে তিনি বেশ হাসির সঙ্গে উপভোগ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ মার্চ

ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক

Ankush Hazra Oindrila Sen
২৩ মার্চ

সুখবর ছড়িয়ে পড়তেই অনুরাগী-সহ বিশিষ্টরা তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন

Atif baby
২৩ মার্চ

অধিকাংশ সময়েই নিজের ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়তেন তিনি

Anshula Kapoor
২৩ মার্চ

সদ্য মা'কে হারিয়েছেন তিনি, জীবনমুখী অপরাজিতাকে কুর্নিশ নেটিজেনদের

Aparajita sand
২৩ মার্চ

আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কাছে আমি ঋণী : কঙ্গনা রানাউত

Kangana birthday
২৩ মার্চ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রেমবন্দি হয়েছিলেন রাজ-সৃজিত

Raj Chakraborty proloy
২৩ মার্চ

ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা গিয়েছে রানিকে

Rani Mukerji Norway
২২ মার্চ

আদিত্য কবে হুইলচেয়ার ছাড়বে? অপেক্ষায় দর্শক

Indrani serial
২২ মার্চ

ধারাবাহিকে তিনি অসৎ পথ অবলম্বন করলেও, বাস্তবের অনিন্দ্য কিন্তু সমাজের দৃষ্টান্ত

Anindya Chattopadhyay 1
২২ মার্চ

অভিনেত্রী সোশ্যালে ভাগ করে নিয়েছেন গুড়ি পারওয়ার ঝলক

Anushka gudi
২২ মার্চ

পেটে একটু হলেও বিদ্যে আছে : দেবলীনা কুমার

Gourab devlina bengali saj
২২ মার্চ

চাকরি এবং অভিনয়ের মাঝে, বেছে নিয়েছিলেন অভিনয়কে। অভিনেতা প্রীতম দাসের অজানা কাহিনীর সাক্ষী হল পরিদর্শক

Pritam telly
২২ মার্চ

প্যারিসে জন্মদিন জমজমাট! খোশ মেজাজে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী

Mimi Chakraborty bddy family
২২ মার্চ

দামোদর-মঞ্জুরির মিষ্টি প্রেমের গল্প, চিঠি হয়ে পৌঁছবে কি মনের 'ডাকঘর'এ?

Ditipriya bf