৪ এপ্রিল, ২০২৫
বিনোদন

Taapsee Pannu : টক-ঝাল-মিষ্টি স্মৃতি রোমন্থনে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা
Tapsee 2 Bengali News
instagram.com/taapsee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৬

এনডি টিভির একটি অনুষ্ঠান, 'জয় জওয়ান' (Jai Jawan)। যেখানে ভারতীয় সৈনিকদের বিভিন্ন রোমাঞ্চকর কর্মসূচির সাক্ষী হয়ে থাকেন দর্শক। কখনও তাঁদের সঙ্গ দিতে সামিল হন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও। তামিল অভিনেতা বিজয় দেবেরকণ্ডা (Vijay Deverakonda) হোক কিংবা রণবীর সিং (Ranveer Singh), আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) মত ব্যাক্তিত্ব, সকলেই অংশ নিয়েছেন এই অনুষ্ঠানের। সম্প্রতি এই অনুষ্ঠানের অংশ হতে দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu)। জীবনের নানারকম মজাদার স্মৃতির পাতা খুলে বসবেন বড় পর্দার 'রেশমি রকেট'।

সঞ্চালক তাপসীকে প্রশ্ন করেন, তাঁর শৈশবের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি সম্পর্কে। তাপসী জানান, শৈশবে নয়, বরং অভিনেত্রী হওয়ার পরই তাঁকে এমন এক মুহূর্তের শিকার হতে হয়েছে। সকলের সামনে পা পিছলে পড়ে গিয়ে, সেই মহা অস্বস্তিকর কীর্তি ঘটিয়েছিলেন বড় পর্দার 'মিঠু'।

মজাদার এই 'র‍্যাপিড ফায়ার' থেকে জানা গেছে, ছোটবেলায় অভিনেত্রীর ভবিষ্যত পরিকল্পনা বছর বছর পরিবর্তিত হতে থাকত। কোনও স্থির লক্ষ্য ছিল না। কখনও তিনি চাইতেন বিজ্ঞানী হবেন, আবার কখনও চাইতেন ডাক্তার। শেষমেষ অভিনেত্রী হতে পেরে তাই তিনি বেজায় খুশি। দীপিকা পাডুকোন (Deepika Padukone), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), অনুষ্কা শর্মা (Anuska Sharma), আলিয়া ভাট (Alia Bhatt), প্রত্যেক প্রথম সারির নায়িকার কেরিয়ার গ্রাফই তাঁকে প্রভাবিত করে। অপরদিকে তাঁর স্বপ্নের পুরুষ, 'আয়রন ম্যান'! কাল্পনিক এই চরিত্র হোক, কিংবা এই চরিত্রের অভিনেতা, তাঁর সঙ্গে জীবনে একটিবার হলেও তিনি দেখা করতে চান। অভিনেত্রী হওয়ার সুবাদে, বিভিন্ন ভাষার সঙ্গেও তাঁর পরিচয় ঘটেছে। চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা।

এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেও নিজেকে বিশেষ ভাগ্যবতী মনে করেন 'হাসিন দিলরুবা'। সৈনিকদের মতই তাঁদের কঠোর জীবনের অধ্যাবসায়ের সকল মুহুর্ত তিনি উপভোগ করেছেন। এই রোমাঞ্চকর সফর তাঁকে জীবনের প্রতিকূলতার সঙ্গে, প্রত্যেক মুহূর্তে আনন্দ করতে শেখারও পাঠ দিয়েছে। তাঁর সঙ্গে এও জানিয়েছেন, তিনি খুব অল্পেই উগ্র হয়ে ওঠেন, অর্থাৎ মেজাজ হারিয়ে ফেলেন। সে স্বভাবও তাঁকে পরিবর্তন করতে হবে। সবশেষে প্রশ্নকর্তা অভিনেত্রীকে করে বসেন খুব চলতি, অথচ তাপসীর জন্য বেশ মজাদার একটি প্রশ্ন। চা নাকি কফি, তিনি কোনটির প্রেয়সী? তাপসী উত্তর দেন, কফি! উত্তরটি শুনে প্রশ্নকর্তার চোখে মুখে এই প্রশ্নটি করার হেতু সেখানেই ধরা পড়ে। জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ' (Koffee With Karan) এ তাপসীকে না ডাকার কারণে তিনি একবার তাঁর ক্ষোভ প্রকাশ করেন জনসম্মুখে, সঙ্গে তিনি জানান কফি তাঁর পছন্দ নয় বলে, তিনি সেই অনুষ্ঠানে ডাক পাননি। 'জয় জওয়ান' এর সেটে তাপসী নিজের কথার জালেই নিজে জড়িয়ে গেলেন। যদিও এই পরিস্থিতিকে তিনি বেশ হাসির সঙ্গে উপভোগ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun