বেশ কিছুদিন ধরেই ছিল গায়ে অসহনীয় যন্ত্রণা। সঙ্গে তীব্র জ্বর। পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী জারিন খান (Zareen Khan)। অবস্থা বেগতিক দেখে, তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন নায়িকা।
মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন জারিন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। হ্যাশট্যাগ দিয়ে 'লাইফ আপডেট' লিখে নিজের অবস্থা সম্পর্কে অবগত করেন তাঁর অনুগামীদের। এমনকী ডেঙ্গু নিয়ে সচেতনও করতে চান নেটিজেনদের। জানান, সকলে যেন যথাযথ মশা প্রতিরোধক সামগ্রী ব্যবহার করেন, এবং নিজের খেয়াল রাখেন।
২০১০ সালে 'বীর' (Veer) ছবিতে সালমান খানের (Salman Khan) বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ ঘটান জারিন। প্রিয় নায়িকার এহেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তেরা। এই মুহূর্তে দ্রুত আরোগ্যের পথে অভিনেত্রী। যদিও অভিনেত্রীর তরফে এখনও মেলেনি কোনও আপডেট।