হাসপাতালে চিকিৎসাধীন বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী! গতকাল সকাল থেকে আচমকাই এই খবরে ছেয়ে যায় পেজ-থ্রির পাতা। এহেন খবরে স্বভাবতই চিন্তায় পড়ে যান তাঁর অনুগামীরা। দক্ষিণী তারকা রামচরণের সঙ্গে মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, সেখানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। শোনা যায়, অসুস্থ হয়ে সকালেই হাসপাতালে ছুটতে হয়েছে অভিনেত্রীকে।
কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন? এই বিষয়ে প্রশ্ন উঠতেই কিয়ারার তরফ থেকে তার টিম জানান দিল, গত কয়েক দিন যাবৎ অনবরত কাজ করায় অসুস্থ হয়ে পড়েন কিয়ারা। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। চিকিৎসক তাঁকে আগামী কয়েক দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। সেই কারণেই গতকাল অনুপস্থিত ছিলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেতে চলেছে কিয়ারা ও রামচরণের ছবি 'গেম চেঞ্জার'। ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা।