দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা আমির খান (Aamir Khan) ও তাঁর স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। আজ অর্থাৎ শনিবার সকালে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আমির খান ও কিরণ রাও জানিয়েছেন, "এই ১৫ বছরের দাম্পত্য আমরা দুজনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি যা হাসি এবং আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দুজনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান ও ভালোবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। তবে স্বামী-স্ত্রী হিসাবে নয়। বরং আমরা একটা পরিবার হিসেবে এবং একে অপরের অভিভাবক হয়ে পরবর্তী জীবন কাটিয়ে দেবো।" স্বভাবতই তাঁদের হঠাৎ বিবাহ বিচ্ছেদে হতবাক হয়েছে গোটা নেট মহল।
এছাড়া বিজ্ঞপ্তিতে আমির খান ও কিরণ রাও বলেছেন, "এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাবার কথা চিন্তা করছিলাম। কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলাম। তবে আমাদের সিদ্ধান্তে আমাদের সন্তানের ওপর কোনো প্রভাব পড়বে না। দুজন মিলে আজাদকে বড় করে তুলবো। একসঙ্গে ছবি এবং পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয় পরিজন সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই কঠিন সময়ে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চায়। আমরা এই বিবাহ বিচ্ছেদকে শেষ নয়, জীবনের নতুন পর্ব শুরু হিসাবে দেখছি।"
নেট মাধ্যমে এই বিজ্ঞপ্তি পোস্ট হতেই তা চোখের পলকে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাদের প্রিয় অভিনেতার এমন বিজ্ঞপ্তি দেখে হতবাক হয়ে গেছে। অনেকেই বিশ্লেষণ শুরু করেছে যে ঠিক কি কারণে বিবাহের ১৫ বছর পর তাঁদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। অনেক নিন্দুক এর পিছনে "দঙ্গল" ছবিতে বলিউড জগতে পা দেওয়া ফতিমা সানা শেখের কথা তুলে আনছেন। আসলে বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ফতিমা সানা শেখের সাথে আমির খানের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০১৬ সালে দঙ্গল ছবির অডিশন থেকেই বেশ ভাল সম্পর্ক আমির ফতিমার। বলিউডের নানা পার্টিতে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে। এমনকি মুম্বাইয়ের বহু জায়গাতে হাতে হাত রেখে এই জুটিকে ক্যামেরাবন্দি করা হয়েছিল। অনেকেই মনে করছেন ফতিমার প্রতি আমিরের দুর্বলতা শেষ পর্যন্ত দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছে। তবে এই বিষয়ে আমির খান নিজে থেকে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে এক সাক্ষাৎকারে প্রতিমা বলেছিলেন, "আমিরকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। আমিরকে আমি মেন্টর মনে করি। এই গুঞ্জন একেবারেই সঠিক নয়।"