বিআর চোপড়ার (BR Chopra) বিখ্যাত ‘মহাভারত’ (Mahabharat) সিরিয়ালের ‘ভীম’ প্রবীণ কুমার সোবতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রাত্রে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। হার্ট অ্যাটাক (heart attack) করে মৃত্যু হয় তাঁর। চলচ্চিত্র জগতের পাশাপাশি ভারতীয় ক্রীড়াজগতেও একাধিক অবদান রয়েছে প্রবীণ কুমারের। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। আজ দিল্লির পাঞ্জাবি বাগ-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মহাভারত ছাড়াও একাধিক বলিউড (bollywood) ছবিতেও অভিনয় করেছিলেন প্রবীণ। অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশা’, ধর্মেন্দ্র অভিনীত ‘লোহা’, ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
ডিসকাস থ্রো এবং হ্যামার থ্রো-তে একাধিক পদক রয়েছে অভিনেতার সম্ভারে। এশিয়ান গেমসে (Asian games) ২ টি সোনা, ১ টি রুপা এবং ১ টি ব্রোঞ্জ পদক ভারতের ঘরে এনে দেন তিনি। তাছাড়াও কমনওয়েলথ গেমসেও (commonwealth games) পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন প্রবীণ। অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন অভিনেতা। তবে তাঁর মূল খ্যাতি আসে বিআর চোপড়ার ‘মহাভারত’-এ ‘ভীম’ চরিত্রে অভিনয় করে। শেষ জীবনে আম আদমি পার্টির (AAP) টিকিটে ভোটে লড়াইও করেছিলেন ২০১৩ সালে।