'মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা', আপাত অর্থে কবি রামপ্রসাদ সেন রচিত এই গান, ঈশ্বর আরাধনার ক্ষেত্রে প্রয়োগ হলেও, তার মধ্যে রয়েছে জীবনের গুঢ় অর্থ। জীবনের জন্য প্রযোজ্য, গানের সেই সাংকেতিক রূপ নিয়েই এবার রুপোলি পর্দায় ছড়ি ঘুরিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। তাঁর পরিচালিত প্রথম ছবি, 'মানবজমিন' (Manobjomin) এর গল্পে রয়েছে রামপ্রসাদী মনস্তত্ত্বের ছোঁয়া। সম্প্রতি শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান 'টোকা দিলে' (Toka Dile)।
'মানবজমিন', অর্থাৎ মানুষের অধিকৃত জমি। খুব সহজ ভাবে বললে, মানুষের জীবন হল এই 'মানবজমিন'। আমরা চিরকাল পরকালের চিন্তা করে আমাদের ইহকালের কর্ম করি! কিন্তু সেই অর্থে, ইহকাল ভোগের জন্য, ইহকালের চিন্তা করি না। এমন বিষয়বস্তু নিয়েই গড়ে উঠেছে ছবির প্রেক্ষাপট। শ্রীজাত রচিত 'টোকা দিলে' গানটিতে আছে সম্পর্ক, তথা জীবনের দ্বন্দ্বের প্রতিচ্ছবি। আমরা তাৎক্ষণিক মুহূর্তের কথা না ভেবে, এক মেকি 'অভিমান' নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাই! বাদ রাখি না নিজের আপনজনদেরও। তাঁদের সঙ্গেও মনোমালিন্য করে সম্পর্কের আয়ুকে কমিয়ে ফেলি অজান্তে। এমনই এক আবহকে কেন্দ্র করে সুর বেঁধেছেন জয় সরকার (Joy Sarkar)। শ্রেয়া ঘোষালের কণ্ঠে যেন প্রত্যেক অনুভূতি পরতে পরতে জীবন্ত হয়ে উঠেছে।
গানটি ইতিমধ্যেই প্রায় হাজার হাজার মানুষকে ছুঁয়েছে। শ্রেয়া ঘোষালের কণ্ঠ, যেন 'সোনার কাঠি'র ছোঁয়া! তাঁর সুরের জাদু মন ভরিয়েছে সঙ্গীত-প্রেমীদের। আগামী বছর মুক্তি পাবে 'মানবজমিন'। পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) অন্যান্য তাবড় তাবড় শিল্পীদের উপস্থিতি লক্ষিত হবে 'মানবজমিন' জুড়ে।