বৃহস্পতিবার মানেই TRP Day, গত কয়েক সপ্তাহ ধরেই TRP-র জোরদার টক্কর চলছে। কে কাকে টেক্কা দেবে? কেই বা ধরে রাখবে সেরার স্থান? জি বাংলা না স্টার জলসা? এই নিয়েই রীতিমতোন চলছে ঠান্ডা যুদ্ধ। ঝলক দিয়ে শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক। চলতি ধারাবাহিকগুলিতেও শেষ হয়েও যেন শেষ হচ্ছে না চমক। তবে সব দিক বিচার করে, এই সপ্তাহে দর্শকদের মনে জায়গা করে নিল কে?
এই সপ্তাহেও শীর্ষ স্থান দখল করেছে 'জগদ্ধাত্রী' (Jagadhhatri) ৮.৬ নম্বর। দ্বিতীয় স্থানে 'পঞ্চমী' (Panchomi), নম্বর ৮.৪। তৃতীয় 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa), ৮.০। চতুর্থ স্থানে 'গৌরী এল' (Gouri Elo), ৭.৮। যৌথভাবে পঞ্চম 'নিম ফুলের মধু' (Neem Phuler Modhu) ও 'খেলনা বাড়ি' (Khelna Bari) নম্বর ৭।
ষষ্ঠ স্থানে 'ধুলোকণা' (Dhulokona) ও 'গাঁটছড়া' (Gatchhora)। সপ্তম 'আলতা ফড়িং' (Aalta Phoring), প্রাপ্তি ৭.০। অষ্টম স্থানে 'এক্কা দোক্কা', ৬.৫। নবম স্থানে 'মিঠাই' (Mithai)-র, পেয়েছে ৬.৪। দশম স্থানে 'সাহেবের চিঠি' (Saheber Chithi)-র ৬.৩ রেটিং পয়েন্ট।