গত কয়েক সপ্তাহ ধরেই TRP-র জোরদার টক্কর চলছে। কে কাকে টেক্কা দেবে? কেই বা ধরে রাখবে সেরার স্থান? জি বাংলা না স্টার জলসা? এই নিয়েই রীতিমতোন চলছে ঠান্ডা যুদ্ধ। ঝলক দিয়ে শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক। চলতি ধারাবাহিকগুলিতেও শেষ হয়েও যেন শেষ হচ্ছে না চমক। তবে সব দিক বিচার করে, এই সপ্তাহে দর্শকদের মনে জায়গা করে নিল কে? রইল বিস্তারিত তালিকা।
৯.০ নম্বর নিয়ে এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে সূর্য, দীপার 'অনুরাগের ছোঁয়া'। দ্বিতীয় 'জগদ্ধাত্রী' এবং 'ফুলকি'। তৃতীয় ‘সন্ধ্যাতারা’, টিআরপি ৭.৬। চতুর্থ ‘নিম ফুলের মধু’, সংগ্রহ ৭.৫। পঞ্চম 'কার কাছে কই মনের কথা'। ষষ্ঠ স্থান ধরেছে 'রাঙা বউ'। সপ্তমে 'জল থইথই ভালোবাসা', সংগ্রহ ৬.৯।
অন্যদিকে অষ্টম, নবম এবং দশম স্থান দখল করেছে ‘তুঁতে’, ‘লাভ বিয়ে আজকাল’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’।