২২ মার্চ, ২০২৩
বিনোদন

জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে আসার জন্য কাতর আর্তি, মুক্তি পেল 'শুভ বিজয়া'র নতুন গান

এক যৌথ পরিবারের স্বপ্নভঙ্গ এবং স্বপ্ন গড়ার গল্প বলবে 'শুভ বিজয়া' ছবিটি
Koushani Bonny breakup relationship pujo Bengali News
instagram.com/myself_koushani

'স্মৃতি তো বেদনার, আবার সতত সুখের', তবুও বেদনার চেয়ে সুখের স্মৃতি রোমন্থনই আমাদের কাছে বেশি আপন। একাকী সময়, সেই সুখের স্মৃতিই ঘুরে ফিরে এসে মনকে অস্থির করে তোলে। কোনও মুহূর্তের স্থায়ীত্ব পেরিয়ে গেলেই তা স্মৃতি হয়ে থেকে যায়। সে যতই সুখের হোক, তাকে ফিরে পাওয়া অসাধ্য! এমনই এক আবেগী ছবি ভেসে উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শুভ বিজয়া'র (Subho Bijoya), 'যা হারিয়ে যায়' (Ja Hariye Jae) গানটিতে।

অমর্ত্য এবং বিজয়া, এক বনেদি পরিবারের নিঃসঙ্গ দম্পতি। প্রাসাদসম বাড়ির মত, তাঁদের সন্তানদের উচ্চাকাঙ্ক্ষাও পাহাড়প্রমাণ। আর এই সবকিছুর জন্য তাঁদের সঙ্গে পাল্লা দিয়েছে জীবনে ব্যস্ততা। ফলে মা বাবার সঙ্গে সময় কাটানো, তাঁদের হয়ে ওঠে না। একাকী দম্পতি তাই বড় অসহায়। যে দুর্গা পুজোকে ঘিরে বছরে চারদিন অন্তত সকলে একত্র হয়ে মেতে ওঠেন, সে পুজোও এবার স্থগিত হতে চলেছে, বিজয়া দেবীর শারীরিক অবস্থায় অবনতির জন্য। কিন্তু তাঁর পুত্রবধূ, উমা চান, যেন তেন প্রকারেন দুর্গা পুজো আয়োজিত করতেই হবে। এমনই এক দৃশ্যপট ফুটে উঠেছে রোহণ সেন (Rohan Sen) পরিচালিত 'শুভ বিজয়া' ছবিতে। 'যা হারিয়ে যায়' গানটি স্মৃতি রোমন্থনের। ছবির দৃশ্যে ফুটে উঠেছে কিভাবে একসঙ্গে হেসে খেলে থাকা একটি পরিবার, সময়ের স্রোতে সঙ্গীহীন হয়ে পড়েছে। কিন্তু সবাই যখন আবার একত্রিত হয়ে ওঠেন, তখন তাঁদের উপস্থিতিতেই সেই বাড়ি যেন ঝলমলে হয়ে ওঠে। মানুষ থাকে না! কিন্তু স্মৃতি, আজীবন থেকে যায় মনের মণিকোঠায়।

সুরজিৎ চ্যাটার্জীর (Surojit Chatterjee) কথায়, গানটি গেয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee) এবং অমৃতা দে (Amrita De)। তাঁদের কণ্ঠে গানটি আরও আবেগী হয়ে উঠেছে। অমর্ত্য এবং বিজয়ার চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) এবং চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly)। তাঁদের পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখার্জী (Koushani Mukherjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এছাড়া মানসী সিনহা (Manasi Sinha), খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), দেবতনু (Devtanu), শ্বেতা মিশ্রসহ (Sweta Mishra) কলাকুশলীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২০ মার্চ

সদ্য মুক্তি পেয়েছে 'লাভ ম্যারেজ' ছবির গান, "আছো কেমন"

Ankush Oindrila see
২০ মার্চ

ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার বেশি ব্যবসা করেছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি

Rani Mukerji Norway
২০ মার্চ

নিজের কর্মজীবনে ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি

Alka yagnik
১৯ মার্চ

উর্ফির কথায়, 'আমার শরীর আমি কী পরব, আমার বিষয়'

Urfi cloth
১৯ মার্চ

'মাসাকালি' গানের কভারে কণ্ঠ দিলেন ইমন চক্রবর্তী, সঙ্গী হলেন নীলাঞ্জন

iman nilanjan marriage wedding
১৮ মার্চ

আগামী ২৪ মার্চ মুক্তি পাবে 'ভিড়'

Rajkumar Rao promotion
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৭ মার্চ

প্রায় এগারো বছর পর বলিউডে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে

Prosenjit Chatterjee
১৭ মার্চ

কলকাতায় এলে রসগোল্লা, নলেন গুড়ের আইসক্রিম থাকে শ্রেয়ার পছন্দের খাবারের তালিকায়

Shreya ghoshal diet
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৫ মার্চ

জান খানের সঙ্গে জুটি বেঁধে, দর্শকদের একটি মিষ্টি প্রেমের গান উপহার দিলেন তুলসী কুমার

Tulsi zaan
১৫ মার্চ

বর্তমানে জি ফাইভের সবচেয়ে চর্চিত এবং দৃশ্যমান ছবি 'লস্ট'

Shreya Ghosal new