৪ এপ্রিল, ২০২৫
বিনোদন

জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে আসার জন্য কাতর আর্তি, মুক্তি পেল 'শুভ বিজয়া'র নতুন গান

এক যৌথ পরিবারের স্বপ্নভঙ্গ এবং স্বপ্ন গড়ার গল্প বলবে 'শুভ বিজয়া' ছবিটি
Koushani Bonny breakup relationship pujo Bengali News
instagram.com/myself_koushani

'স্মৃতি তো বেদনার, আবার সতত সুখের', তবুও বেদনার চেয়ে সুখের স্মৃতি রোমন্থনই আমাদের কাছে বেশি আপন। একাকী সময়, সেই সুখের স্মৃতিই ঘুরে ফিরে এসে মনকে অস্থির করে তোলে। কোনও মুহূর্তের স্থায়ীত্ব পেরিয়ে গেলেই তা স্মৃতি হয়ে থেকে যায়। সে যতই সুখের হোক, তাকে ফিরে পাওয়া অসাধ্য! এমনই এক আবেগী ছবি ভেসে উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শুভ বিজয়া'র (Subho Bijoya), 'যা হারিয়ে যায়' (Ja Hariye Jae) গানটিতে।

অমর্ত্য এবং বিজয়া, এক বনেদি পরিবারের নিঃসঙ্গ দম্পতি। প্রাসাদসম বাড়ির মত, তাঁদের সন্তানদের উচ্চাকাঙ্ক্ষাও পাহাড়প্রমাণ। আর এই সবকিছুর জন্য তাঁদের সঙ্গে পাল্লা দিয়েছে জীবনে ব্যস্ততা। ফলে মা বাবার সঙ্গে সময় কাটানো, তাঁদের হয়ে ওঠে না। একাকী দম্পতি তাই বড় অসহায়। যে দুর্গা পুজোকে ঘিরে বছরে চারদিন অন্তত সকলে একত্র হয়ে মেতে ওঠেন, সে পুজোও এবার স্থগিত হতে চলেছে, বিজয়া দেবীর শারীরিক অবস্থায় অবনতির জন্য। কিন্তু তাঁর পুত্রবধূ, উমা চান, যেন তেন প্রকারেন দুর্গা পুজো আয়োজিত করতেই হবে। এমনই এক দৃশ্যপট ফুটে উঠেছে রোহণ সেন (Rohan Sen) পরিচালিত 'শুভ বিজয়া' ছবিতে। 'যা হারিয়ে যায়' গানটি স্মৃতি রোমন্থনের। ছবির দৃশ্যে ফুটে উঠেছে কিভাবে একসঙ্গে হেসে খেলে থাকা একটি পরিবার, সময়ের স্রোতে সঙ্গীহীন হয়ে পড়েছে। কিন্তু সবাই যখন আবার একত্রিত হয়ে ওঠেন, তখন তাঁদের উপস্থিতিতেই সেই বাড়ি যেন ঝলমলে হয়ে ওঠে। মানুষ থাকে না! কিন্তু স্মৃতি, আজীবন থেকে যায় মনের মণিকোঠায়।

সুরজিৎ চ্যাটার্জীর (Surojit Chatterjee) কথায়, গানটি গেয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee) এবং অমৃতা দে (Amrita De)। তাঁদের কণ্ঠে গানটি আরও আবেগী হয়ে উঠেছে। অমর্ত্য এবং বিজয়ার চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) এবং চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly)। তাঁদের পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখার্জী (Koushani Mukherjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এছাড়া মানসী সিনহা (Manasi Sinha), খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), দেবতনু (Devtanu), শ্বেতা মিশ্রসহ (Sweta Mishra) কলাকুশলীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun