২১ নভেম্বর, ২০২৪
বিনোদন

টক, ঝাল নাকি মিষ্টি, কোন স্বাদের হদিস দেবে 'কুলের আচার'?

চলতি মাসে মুক্তি পেতে চলেছে মধুমিতা সরকার ও বিক্রম চ্যাটার্জীর ছবি 'কুলের আচার'

মিঠি এবং প্রীতম, সদ্য বিবাহিত এক যুগল গেছেন মধুচন্দ্রিমায়। ঠিক আর পাঁচজন দম্পতির মতই তাঁরা যখন একান্তে মত্ত, তখনই প্রথম কড়া নাড়ে 'বিপদ'। এ 'বিপদ' যেন ক্ষণিকের নয়, এই 'বিপদ'ই হল মিঠির সংগ্রামের, প্রথম ধাপ। মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) অভিনীত 'কুলের আচার' (Kuler Achaar) ছবির প্রেক্ষাপটটি এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বিয়ের পর পদবী পরিবর্তনে ঘোর বিরোধী মিঠি। স্বামী-স্ত্রী হিসেবে পদবী এক না হওয়ায়, পুলিশি টহলদারিতে সন্দেহের খাতায় নাম ওঠে তাঁদের। এদিকে বিয়ের পর পদবী পরিবর্তন না করা নিয়ে নাছোড়বান্দা মিঠি। এই ঘটনা থেকে রেহাই পেলেও, প্রতিনিয়ত সমাজের চোখে 'অলক্ষী' হয়ে ওঠেন অদম্য জেদী এই নারী।

মিঠি একজন আধুনিকা, স্বতন্ত্রতা যাঁর আদর্শের ভিত। তাই তিনি যেমন, তেমনটাই বিয়ের পর হয়ে থাকতে চান। স্বামী প্রীতম সমর্থন করলেও, প্রথাগত নিয়ম রীতি থেকে বেরোতে না পারা শ্বশুর শ্বাশুড়ি মিঠিকে সমর্থন করেন না। কিন্তু মিঠির আদর্শের কাছে, শ্বাশুড়িও সহিষ্ণু হন। বদলে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। লড়াই আর মিঠির একার থাকে না। শ্বাশুড়িকে পুনরায় তাঁর পূর্ব পদবী ফিরিয়ে দেওয়ার জন্য, আইনের দ্বারস্থ হন মিঠি।

মিঠির পক্ষ নেওয়ায়, পারিবারিক বিরোধ হয় আরও জোরালো। মিঠির শ্বশুর তাঁর প্রতি আগের তুলনায়ও বেশি অসন্তুষ্ট হয়ে ওঠেন। কারণ এবার যে মিঠি তাঁর শ্বাশুড়ীকেও তাঁর দলে নাম লিখিয়েছেন। পারস্পরিক দূরত্বে গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত জয়ী হবে কোন পক্ষ, সেটার জন্যই অপেক্ষা করতে হবে ১৫ জুলাই পর্যন্ত। ছবির শুভ মুক্তি সেই দিনেই।

ছবিটি সমাজের এক গুরুগম্ভীর বিষয়বস্তুকে মজার ছলের সঙ্গেই পরিবেশন করবে। ট্রেলারের শেষ অংশে দেখা যায় 'কুলের আচার' নামকরণটিও বেশ রসিক মনের নিদর্শন। সম্পর্কের মাধুর্য, ঘনিষ্ঠতা, মান, অভিমান, দূরত্ব নিয়ে মালা গেঁথেছেন লেখক তথা পরিচালক সুদীপ দাস (Sudeep Das)। ছবিতে বাংলাদেশী গায়ক মাহতিম শাকিব (Mahtim Shakib), মধুমন্তি বাগচীর (Madhubani Bagchi) এবং ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) কণ্ঠে গানগুলিও একেবারে যথার্থ দৃশ্যায়ন ঘটিয়েছে। মিঠির শ্বশুরের ভূমিকায় আছেন সুজন মুখার্জী (Sujan Mukherjee) এবং শ্বাশুড়ির ভূমিকায় আছেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। অনেক বছর পর তাঁকে বড় পর্দায় পাওয়া যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
২৮ সেপ্টেম্বর

গরম হোক বা শীত, বাচ্চার স্নান যেন না হয় বন্ধ

new born child
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood