৩ এপ্রিল, ২০২৫
বিনোদন

বিবাহ পরবর্তী অনিচ্ছাপূর্বক সঙ্গম নিয়ে প্রশ্ন তুললেন 'সম্পূর্ণা' সোহিনী সরকার

বৈবাহিক নিপীড়ন নিয়ে তৈরি হয়েছে হইচইয়ের নতুন সিরিজ 'সম্পূর্ণা'
Sohini 1 Bengali News
instagram.com/sohinisarkar01

এক বিয়ের সাজে সজ্জিত তরুণী, চারদিক জুড়ে চলছে তাঁরই বিয়ের আয়োজন। তাঁর শরীরে এক একটি অলঙ্কারের সঙ্গে, সংযোজিত হচ্ছে এক একটি কালসিটের দাগ। আস্তে আস্তে সেই কালসিটেগুলি যত গাঢ় হচ্ছে, অলঙ্কারের বহর তাকে তত ঢেকে দিচ্ছে। তরুণীর চোখে মুখে আতঙ্ক, এক নিঃশব্দ আর্তনাদ। নতুন জীবনে প্রবেশ করতে না করতেই এক অজানা অন্ধকারে তলিয়ে যাওয়া! এই পেষণ থেকে মুক্তির জন্য বিস্ফোরিত হয়ে যাচ্ছে তাঁর নেত্রযুগল। তবুও সেই তরুণী মেনে নিচ্ছে সবটা। কেন মেনে নিচ্ছে? নাহ্, এ প্রশ্নই জিজ্ঞেস করা 'পাপ'। আদতে এটি হল হইচই (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মের সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ, 'সম্পূর্ণা'র (Sampurna) টিজারের অংশ। সোহিনী সরকার এবং রাজনন্দিনী পাল অভিনীত এই সিরিজটি, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে হইচইয়ে।

রুপোলি পর্দার অংশ হলেও, প্রেক্ষাপটটি আমাদের অতি চেনা। একজন নারী, তথা বিবাহিতা নারীর প্রতি পরিচিত সামাজিক শোষণই, এই সিরিজের পটভূমি। বিবাহিত তরুণীর চরিত্রে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের (Indrani Dutta) কন্যা, রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। তিনিই হলেন ছবিতে 'সম্পূর্ণা'। সিরিজের নামটিও অর্থবহ। একজন স্বয়ংসম্পূর্ণ নারীই হলেন, 'সম্পূর্ণা'! কিন্তু তাঁর 'সম্পূর্ণা' হয়ে ওঠার পথ মোটেই সুগম নয়। সামাজিক লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, শোষণ সবকিছুই এই পথের দৈর্ঘ্য বাড়িয়ে চলে। মুখ বুজে সহ্য করে যান নারীরা। বিশেষত বিয়ের পর এই পথের অমসৃণতার তীব্রতা বৃদ্ধি পায়। বিবাহ পরবর্তী জীবনের প্রত্যেক মানুষ ভাবেন, নারী যেন সংসারের পুতুল! তাঁকে এই নিষ্ঠুর যাঁতাকলে পিষে নিঃশেষ করে দেওয়ার অধিকার যেন তাঁদের আছে। বিয়ে যেন, পুরুষের এই স্বৈরাচারের 'সবুজ সংকেত'!

কিন্তু আর কতদিন! কতদিন নারীরা বিবাহ নামক পেষণে পিষে যেতে থাকবে? এর কি মুক্তি নেই? সেই খোঁজই দেবে 'সম্পূর্ণা' ওয়েব সিরিজটি। সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) এই সিরিজ, সমাজের এক গুরুতর 'ইস্যু'কে প্রতিষ্ঠা করছে। মা বাবার দায়িত্ব, সব কিছুর আগে সন্তানকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার। কিন্তু মা বাবা সেদিকে লক্ষ্য না দিয়ে ভবিষ্যত তৈরির ইঁদুর দৌড়ে সন্তানকে সামিল করেন। ভালো পড়াশুনা, ভালো চাকরি, ঘরবাড়ি করে সমাজে প্রতিষ্ঠিত হলেও বেশিরভাগই যে মানুষ হিসেবে অসম্পূর্ণ থেকে যান, সেই ধারণাই পোষণ হয়েছে 'সম্পূর্ণা' সিরিজে। এই ছবিতে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জী (Prantik Banerjee), নবাগত অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal), লাবনী সরকারের (Laboni Sarkar) মত নামী ব্যক্তিত্ব। অনুভবকে দেখতে পাওয়া যাবে রাজনন্দিনীর স্বামীর ভূমিকায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun