২৭ সেপ্টেম্বর, ২০২৩
বিনোদন

কোন 'শত্রু'কে চোখে চোখে রাখছেন অভিনেতা সৌরভ দাস?

রাগ সঞ্জীবনীর হদিশ কি পাবে আলাপ এবং শ্রুতি?

সঙ্গীত, রহস্য, ইতিহাস, সম্পর্ক ইত্যাদি নিয়ে দারুন জমেছিল 'তানসেনের তানপুরা' (Tansener Tanpura)। সময়ের সঙ্গে রহস্যের স্তর বৃদ্ধি পেল। রুদ্রপুরের 'রুদ্রবীণার অভিশাপ' (Rudrabinar Obhishaap ) নিয়ে ফের রহস্য সমাধান করতে এল আলাপ এবং শ্রুতি। এবারে রহস্যকে আরও জটিল করে তুলতে আগমন ঘটে নাদের। একের পর এক খুন করে, আলাপ এবং শ্রুতির সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কে জড়ায় নাদ। হয়ে ওঠে একে অপরের চক্ষুশূল। অভিনেতা সৌরভ দাস (Saurav Das) নাদের চরিত্রে অভিনয় করছেন। বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) এবং রূপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee) আছেন আলাপ এবং শ্রুতির চরিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'রুদ্রবীণার অভিশাপ' এর দ্বিতীয় পর্ব। মজার ছলে সৌরভের সামাজিক মাধ্যমের একটি পোস্টে দেখা যাচ্ছে, তিনি ক্যামেরায় চোখ রেখে, আলাপ তথা বিক্রমের ওপর নজর রেখেছেন, ক্যাপশনে দেওয়া আছে 'নিজের শত্রুকে চোখে চোখে রাখা উচিত!'

সৌরভের এই পোস্ট বুঝতে বাকি রাখে না, 'রুদ্রবীণার অভিশাপ ২' (Rudrabinar Obhishaap 2) এর শুটিং ফ্লোরেরই অংশ এটি। প্রায় সিরিজের বিষয়বস্তুকেই যেন এই কয়েক সেকেন্ডের ভিডিও তুলে ধরা হয়েছে।

এই পর্বে, রহস্যের গোলকধাঁধায় জড়িয়ে পড়তে থাকে আলাপের সঙ্গে শ্রুতিও। অপহৃত হন আলাপের মা। তাঁর অপহরণকে কেন্দ্র করে, কিভাবে পাবে তারা রাগ সঞ্জীবনীর হদিশ? কে তাঁদের সমাধানের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়ায়? 'রুদ্রবীণার অভিশাপ' এর দ্বিতীয় পর্বে এই সমাধানই খুঁজে পাবেন দর্শক। নাদ কি সত্যিই দোষী, নাকি তাঁর অভিপ্রায় কেবল 'দুষ্টের দমন শিষ্টের পালন'? 'রুদ্রবীণার অভিশাপ' সিরিজে দিতিপ্রিয়া রায়েরও (Ditipriya Roy) গুরুত্বপূর্ন ভূমিকা আছে। তিনি 'সাজ' এর চরিত্রে। বলা যায়, নাদের প্রণয়ী হয়েছেন তিনি। কিন্তু 'খুনি' নাদকে মন দেওয়ার মত 'ভুল' তিনি করেননি। কি হয় তাঁদের পরিণতি? সবকিছুর উত্তর দেবে এই 'রুদ্রবীণার অভিশাপ ২'।

সিরিজটিতে সৌরভ দাসের অভিনয় হয়েছে হৃদয়স্পর্শী। একের পর এক বিভিন্ন সিরিজে অভিনয় করেও, 'টাইপ কাস্ট' হয়ে পড়েননি তিনি। বাউন্ডুলে, শোষিত, সংগ্রামী নাদের মধ্যেও যে সাজকে দেখে প্রেমের স্ফুরণ ঘটে, সেই অভিব্যক্তি সত্যিই মনে দাগ কেটে যায়। নাদের পরিণতির সঙ্গেও তাই দর্শক তখন নাদের প্রতিই সহিষ্ণু হয়ে ওঠেন। এই সিরিজে পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ও তাঁর চরিত্রকে যথাযথ প্রতিস্থাপন করেছে। এছাড়া এবার শ্রীলেখা মিত্রকে দেখা যাবে বিশেষ ভূমিকায়। দেবশঙ্কর হালদার, ভাস্কর ব্যানার্জী, দেবেশ রায়চৌধুরী, পুষ্পিতা মুখার্জী,রুপঞ্জনা মিত্র, ঊষসী রায়, সুদীপ মুখার্জী, সুজন মুখার্জীর মত রাশভারী তারকার উপস্থিতি ঘটেছে সিরিজটিতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ সেপ্টেম্বর

প্রিক্যুয়েল নাকি সিক্যুয়েল? জানতে দেখতে হবে 'সম্পূর্ণা ২'

Sohini saree
২৫ সেপ্টেম্বর

তিনগুণ মজা নিয়ে বড় পর্দায় ফিরছে 'ফুকরে ৩', থাকবে একাধিক চমক

Ali Richa
২৫ সেপ্টেম্বর

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘রক্তবীজ’ সিনেমাতেও একত্রে গান গেয়েছেন অন্তরা-অঙ্কিতা

Nandy Sisters ganesh puja
২৫ সেপ্টেম্বর

ফ্লোরাল চুড়িদার, মাথা ভর্তি সিঁদুর, কানে ঝুমকো সঙ্গে প্রেগনেন্সি গ্লো

Subhashree baby shower
২৫ সেপ্টেম্বর

গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ

Swara Bhasker baby girl
২৩ সেপ্টেম্বর

‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য রূপঙ্কর বাগচী পেয়েছিলেন জাতীয় পুরস্কার

Rupankar new
২২ সেপ্টেম্বর

ভিন্ন স্বাদে ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করলেন ঋতাভরী

Ritabhari pujo saree
২২ সেপ্টেম্বর

আমেরিকা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ের আসরে হাজির হবেন প্রিয়াঙ্কা চোপড়া

Parineeti Chopra wedding 1
২১ সেপ্টেম্বর

সত্যজিৎ-পুত্রের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় টিম পরিদর্শক

Sandip ray
২১ সেপ্টেম্বর

টলিপাড়ায় যেখানে বারংবার সম্পর্ক ভাঙার আওয়াজ ওঠে, সেখানে গৌরব-ঋদ্ধিমা ব্যতিক্রমী

Gaurab Riddhima
২১ সেপ্টেম্বর

এভাবে ধারাবাহিক টেনে নিয়ে যাওয়ার কী মানে? প্রশ্ন নেটিজেনদের

Anurager Chowa 2
১৭ সেপ্টেম্বর

শিখে নিন নতুন রান্না, যা হবে পুজোর সেরা খাবার

Mutton Polau 1
১৫ সেপ্টেম্বর

'কামব্যাক' করেছেন কিং খান! 'জাওয়ান'কে সফল করার পেছনে কোন কোন বিষয়ে জোর দিয়েছিলেন পরিচালক?

Jawan show
১০ সেপ্টেম্বর

মুখ্য চরিত্রে থাকছেন আপনাদের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Jol thoi thoi