লহরী এবং অপূর্ব, সদ্য বিবাহিত এক নব দম্পতি। লহরী পেশায় লেখিকা। বিয়ের পর তাঁদের সুখের জীবন। কিন্তু সেই সুখ যে আপেক্ষিক। বছর ঘুরতে না ঘুরতেই, প্রথম বিবাহবার্ষিকীর দিন নিখোঁজ হন অপূর্ব। জীবনের এমন বিশেষ দিনে, স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার অসহায়তা গ্রাস করল লহরীকে। কিন্তু স্বামীকে খুঁজে পাওয়ার তাগিদ তাঁকে হারতে দিল না। শুরু হল অপূর্বর অনুসন্ধান পর্ব। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, পরিচালক প্রার্জুন মজুমদারের (Prarjun Majumder) ছবি, 'অন্তর্জাল' (Antarjaal)। লহরী এবং অপূর্বর ভূমিকায় অভিনয় করছেন, কৌশানী মুখার্জী (Koushani Mukherjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আজ, ২৯ জুলাই এই ছবির শুভ মুক্তি।
শহরের বিভিন্ন বহুল সমাদৃত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবি। সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক, কিংবা মধ্যমগ্রামের আইনক্সে (INOX) ম্যাটিনি শোয়ে আয়োজিত হবে 'অন্তর্জাল'। নন্দন, স্টার থিয়েটারের মত প্রেক্ষাগৃহগুলিতে বিকেলের স্লটে দর্শক দেখতে পাবেন এই ছবি।
এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে মুকেশ পাণ্ডে (Mukesh Pandey)। ছবির মুক্তি নিয়ে প্রত্যেক কলাকুশলীর উত্তেজনাই তুঙ্গে। বনি নতুন ছবি 'শুভ বিজয়া'র শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, সামাজিক মাধ্যমে (Social Media) নিজের স্টোরিতে (Story) দর্শককে বারবার মনে করিয়ে দিচ্ছেন 'অন্তর্জাল' ছবি মুক্তির প্রসঙ্গে। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ছবি মুক্তির প্রচারে নেমেছেন খোদ প্রযোজকও। রহস্যে ঘনীভূত থাকা ট্রেলার বা পোষ্টারের মত এই ছবি দর্শককে কতটা রোমাঞ্চিত করতে পারে, এখন কেবল তারই অপেক্ষা।