কে হবে দেবের নায়িকা, এই নিয়ে কম উত্তেজনা হয়নি কলেজে কলেজে। 'বাঘাযতীন' প্রজেক্টে কে করবেন কাজ, এই নিয়ে রীতিমতোন অডিশন নিয়েছিলেন টিম দেব এন্টারটেনমেন্ট। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, জনপ্রিয় এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই মিলেছে 'বাঘাযতীন' ছবির জন্য নায়িকা।
এবার সামনে এল নায়িকার ছবি। বাঘাযতীনে দেবের বিপরীতে কাজ করবেন সৃজা দত্ত। সোদপুরের গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের পড়ুয়া সৃজা। পর্দায় বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে তাঁকে।
১৯০৫ থেকে ১৯১৫ অবধি সময়কাল তুলে ধরা হবে ছবিতে। বাঘাযতীনের দিদির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। আজ, বৃহস্পতিবার সুসম্পন্ন হল ছবির শুভ মহরৎ। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ২৭ জানুয়ারি দিয়েই শুরু হবে ছবির শুটিং।