প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র সাহিত্যকর্ম নিয়ে একাধিক কাজ হয়েছে সিনেমায়, এবার তা ফুটে উঠবে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরে। মুখ্য চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলাবাহুল্য, পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। জানা যাচ্ছে, ১৫ অগস্ট মুক্তি পাবে 'বাবলি'। ছবিতে থাকবে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গান।
ছবির টিজার মুক্তির পর, একটি গান সাম্প্রতিক মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই বাজছে প্লে-লিস্টে। মিলেছে ভালোবাসা।
বলাবাহুল্য, অধীর আগ্রহে ছবি মুক্তির জন্য দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।