বরাবরই টালিগঞ্জের গলিতে কান পাতলে শোনা যায় আর্থিক গোলযোগের কথা। টাকা পেতে দেরি হওয়ার কথা, চেক বাউন্স হতে থাকার কথা ইত্যাদি। কোভিড পরবর্তী পর্যায়ে শুরু হওয়া শুটিংয়ে যেন এই আর্থিক সমস্যা আরো বেশি করে ব্যস্ত রেখেছে প্রোডাকশন হাউস এবং অভিনেতা অভিনেত্রী সকলকেই। আমরা যদি সিরিয়ালে একটু চোখ রাখি তাহলে দেখব যে সমস্ত সিরিয়ালে আকছার মাস সিন থাকতো সেগুলো ইদানীংকালে বাদ। কোথাও কারণটা সুরক্ষা বিধি কিন্তু অনেক ক্ষেত্রেই কারণটা আর্থিক। সিনেমা সিরিয়ালে কাজ করা মানুষদের কথায় একই সুর, "যদি দশজনের একটা জনগণের দৃশ্য দেখানো হয় তাহলে প্রত্যেক জনকে টাকা দিতে হবে। তার থেকে সিরিয়ালের মুখ যারা তাদের টাকা দিয়ে সিরিয়ালের টিআরপি ধরে রাখা অনেক বুদ্ধিমানের কাজ।" আর এই কথাটি আরো মান্যতা পাচ্ছে যখন আমরা দেখছি পরপর বিভিন্ন নামি অভিনেতার নতুন চুক্তিতে একই পেমেন্টের প্রস্তাব দেওয়া হচ্ছে, টাকা না বাড়ার কারণে অনেকেই ছাড়ছেন সিরিয়াল। আবার হাউস যাদের ছাড়াতে চায় তাদের সরাসরি না বলে, তাদের নতুন চুক্তির প্রস্তাব না দিয়েই বুঝিয়ে দিচ্ছেন আর প্রয়োজন নেই তাদের।
এই আর্থিক সমস্যা চাপান-উতোরের মধ্যে আর্টিস্ট ফোরামের সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। তার পরিবর্তে নতুন সম্পাদক ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। প্রথম যখন খবরটি সামনে আসে তখন অনেকেই ধরে নিয়েছিলেন দীর্ঘদিন ধরে আর্টিস্টদের উপর চলতে থাকা সমস্যা সামলাতে অপারগ হওয়ায় ইস্তফা দিচ্ছেন অরিন্দম গাঙ্গুলী। কিন্তু যাবতীয় জল্পনা কে তুড়ি মেরে আর্টিস্ট ফোরাম এর পক্ষে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে শিরদাঁড়া সমস্যায় ভুগছিলেন অরিন্দম বাবু গত জুন মাসে তার অপারেশন হয়। তাই সম্পূর্ণ শারীরিক কারণে ইস্তফা নিয়েছেন অরিন্দম বাবু এবং বাকি সদস্যদের সম্মতিতেই আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সম্পাদকের পদ সামলাবেন শান্তিলাল।