আজ, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছে গোটা বাংলা। আমজনতা থেকে তারকার, লক্ষ্মী আরাধনায় সকলে। তবে টলিপাড়ার লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো। তাঁর বাড়ির পুজোর সুনাম সর্বত্র। কাজেই চাপও ভালোই। এইদিন দম ফেলবার ফুরসৎ নেই তাঁর।
গতকাল থেকেই পুজোর জোগাড়ে লেগে পড়েছেন অভিনেত্রী। মা-কে নিজের হাতে সাজানো থেকে শুরু করে পুজোর সমস্ত জোগাড়- সবেতেই আছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর শ্বশুরবাড়ির পুজো প্রায় ৩০-৩২ বছরের। আর তাঁর বিয়ে হয়েছে ২৬ বছর হল। বিয়ের প্রথম বছরেই নাকি মা লক্ষ্মীর আরাধনার সব নিয়ম-রীতি শাশুড়ি মায়ের কাছ থেকে রপ্ত করেছেন তিনি। সেই থেকেই লক্ষ্মী আরাধনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী।
এবার অপরাজিতা আঢ্যর মা লক্ষ্মী সেজেছেন একদম সাবেজি সাজে। মায়ের পরনে লাল বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় চেলি। মায়ের মতোনই সাবেকি সাজে অপরাজিতাও। চিড়ে, মুড়ির মোয়া, ফল, মিষ্টি, নাড়ু- সবই আছে পুজোয়। এছাড়াও ভোগ নিবেদনে রয়েছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, পায়েস।