৫০০-এর বেশি এপিসোড পেরিয়েও দর্শকদের মনে এবং টিআরপি তালিকায় নিজেদের জায়গা সহিমায় ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। সূর্য-দীপার পাশাপাশি, তাদের দুই মেয়েও এই ধারাবাহিকের অন্যতম টিআরপি পুলার।
এখন সপ্তাহে আর পাঁচ কিংবা ছয়দিন নয়, সপ্তাহে সাতদিনই দেখা মেলে 'অনুরাগের ছোঁয়া'। আর তেমনই আকাশ ছোঁয়া টিআরপি। বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা যাচ্ছে, সোনা-রূপা যে দীপার মেয়ে তা জানতে পেরেছে সূর্য। আর তাই কার্যত রাগের বশে মেয়েদের নিয়ে দূরে চলে এসেছে সূর্য।
ওদিকে পাগলের মতোন খুঁজতে খুঁজতে মেয়েদের কাছে এসে পৌঁছায় দীপা। কিন্তু বাবার কথা চিন্তা করে মাকে অস্বীকার করে সোনা-রূপা। সূর্যর পাশাপাশি এবার মেয়েরাও অস্বীকার করে দিল দীপাকে! এই কথাই ভাবতে ভাবতে বড়ো দুর্ঘটনার সম্মুখীন হয়ে সূর্যর হাসপাতালে ভর্তি হয় দীপা। যদিও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে। ওদিকে, এতদিন পর শেষমেশ সত্যির মুখে সূর্য। ডিএনএ টেস্টের রিপোর্টে সূর্য জানতে পারে সোনা-রূপা তার মেয়ে। এতদিন এত অপমানের পর দীপা কী পারবে সূর্যকে ক্ষমা করে দিতে?