এবার অনলাইনে প্রতারণার শিকার বলিউড অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। কেওয়াসি আপডেট সংক্রান্ত কাজে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) শেয়ার করে ৪ লক্ষ ৩৬ হাজার টাকা খুইয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি নিজেকে বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে অভিনেতাকে ফোন করে বলেন, অভিনেতার কেওয়াইসি আপডেট করা প্রয়োজন। নয়তো বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। আর তাতে সায় দিয়ে, নিজের অ্যাকাউন্ট নম্বর থেকে আইএসসি কোড এবং ফোনে আসা পাসওয়ার্ডটিও জানিয়ে দেন অভিনেতা। তাতেই প্রতারকের কার্যসিদ্ধি হয়।
পুলিশ জানিয়েছে, অভিনেতা ফোন রেখে দেওয়ার কিছুক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পর পর দু’টি অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। মোট ৪ লক্ষ ৩৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়। দেরি না করে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। যে সমস্ত ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। প্রতারকদের দু’টি অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। আপাতত তদন্ত চলছে।