উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙার মেয়ে অঙ্কিতা (Ankita Bhattacharyya), যার সুরেলা জাদুতে মেতে উঠেছিল আট থেকে আশি সকলেই। জি বাংলার জনপ্রিয় শো সারেগামাপা'র বিজয়ী হওয়ার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অঙ্কিতাকে। নিজের চেষ্টা এবং ইচ্ছের তাগিদে প্রতিষ্ঠিত প্লে-ব্যাক গায়িকা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি।
প্রতি বছরেই নতুন গান উপহার দিয়ে চলেছেন তিনি। এবছরেও হবে না অন্যথা। চলতি বছর মুক্তি পেতে চলেছে অঙ্কিতা ভট্টাচার্যের নতুন গান 'যে জন প্রেমের ভাব জানে না'। ইতিমধ্যেই শেষ হয়েছে গানের রেকর্ডিং। জানা যাচ্ছে, লোকসংগীতের আঙিনায় সেজে উঠবে গায়িকার নতুন গান।
ঠিক কবে মুক্তি পেতে চলেছে 'যে জন প্রেমের ভাব জানে না'? গানের পরিচালক ও প্রযোজক রূপন মল্লিক (Rupan Mallick, DropsPlay) জানিয়েছেন, চলতি বছর পুজোতেই আসবে নতুন গান।
নতুন গানে রয়েছে বাড়তি চমকও। শ্রেফ অঙ্কিতা নয়, গানে পুরুষ কন্ঠে থাকবেন অভিষেক ভট্টাচার্য। কাজেই শ্রোতাদের মন জয় করতে বাধ্য 'যে জন প্রেমের ভাব জানে না'।