ভারতীয় সংগীত জগতে অলকা ইয়াগনিকের অবদান নতুন করে বলার মতোন কিছু নয়। প্রায় তিন দশক ধরে, তাঁর গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির। সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগণিত বার ফিল্মফেয়ার পুরষ্কারে পুরস্কৃত হয়েছেন অলকা ইয়াগনিক। তাঁকে বলা হয়, 'কুইন অফ প্লে ব্যাক সিঙ্গিং'।
শুধু কী তাই? নিজের কর্মজীবনে ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে। ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাবও আছে গায়িকার ঝুলিতে।
আজ অলকা ইয়াগনিকের জন্মদিন। ৫৭-তে পা দিলেন তিনি। অলকা ইয়াগনিকের জন্ম কলকাতাতে হলেও, ১০ বছর বয়স থেকেই মুম্বইতে বসবাস তাঁর। কলকাতাতে থাকাকালীনই ৬ বছর বয়স থেকে গান নিয়ে কেরিয়ার শুরু তাঁর। আজ দেখতে দেখতে পার হয়েছে কয়েক দশক। বর্তমানে অলকা ইয়াগনিকের এক মেয়েও আছে।
জন্মদিনে অলকা ইয়াগনিককে শুভেচ্ছা পরিদর্শকের তরফে।