মুক্তির অপেক্ষায় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এবং আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)।
জোর কদমে চলছে প্রচার পর্বের প্রস্তুতি। এদিন 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র প্রচারে কলকাতায় (Kolkata) আসেন আলিয়া ভাট। এসেছিলেন কলকাতার স্বনামধন্য প্রিয়া সিনেমা হলে। আর সেখানেই তিনি লঞ্চ করলেন তাঁর ছবির নতুন গান 'মেরি জান'।
এই ছবিতেই আলিয়ার সঙ্গে দেখা যাবে কলকাতার ছেলে শান্তনুকে। তাই প্রচারস্থল হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন আলিয়া-শান্তনু।
এদিন আলিয়ার আগমনে উত্তাল ছিল তিলোত্তমা। প্রেক্ষাগৃহের বাইরে ছিল দর্শকদের ভীড়।প্রেক্ষাগৃহের ব্যালকনি থেকে গাঙ্গুবাই স্টাইলে কলকাতাবাসীকে হাতজোর করে প্রণামও করেন আলিয়া।
সকলের উদ্দেশ্যে বলেন, "আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা।” এছাড়াও সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার অনুরোধও জানান আলিয়া ভাট।
সকলের অনুরোধে এদিন কলকাতার জনপ্রিয় নলেন গুড়ের জলভরা সন্দেশও খেয়ে দেখেন আলিয়া।
তবে এসবের মাঝেই কঙ্গনার 'পাপা কী পরী' মন্তব্যকেও এক হাত নিলেন আলিয়া। নাম না করেই আলিয়া এদিন বলেন, "যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, তিনিই তো বুদ্ধিমান, তিনিই উত্তম।"
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    