গোটা দেশে করোনা (Corona) পরিস্থিতি মাত্রা ছাড়িয়েছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনের সংক্রমণে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে দেশে। প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন। এত সংখ্যক লোক একদিনে আক্রান্ত হওয়ায় স্বভাবতই দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। একাধিক হাসপাতালে করোনা রোগীদের জন্য পাওয়া যাচ্ছে না বেড। বেড পেলেও এক বেডে রয়েছেন ৩-৪ জন। এছাড়া বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছে। অক্সিজেন ঘাটতির জন্য অনেক রাজ্যে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে ভারতবাসীর পাশে দাঁড়ালো অক্ষয় কুমার (Akshay Kumar) ও টুইংকেল খান্না (Twinkle Khanna)। তারা দুজনে ভারতবাসীর জন্য ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করেছে।
জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইংকেল খান্না তার ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, "গত কয়েক সপ্তাহ আমি অনেক কিছু উপলব্ধি করলাম। ব আমার নিজের পরিবারের সদস্য অসুস্থ। কিন্তু আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের জন্য এগিয়ে আসুন। এটা কঠিন সময়।" সেইসাথে তিনি এও ঘোষণা করেছেন যে তারা দুজনে ভারতবাসীর জন্য ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করেছে। প্রসঙ্গত কিছুদিন আগে অক্ষয় কুমার দিল্লির বিধায়ক গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে ১ কোটি টাকা আর্থিক সাহায্য করেছিলেন।