'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkotha) ঘোরে আচ্ছন্ন হননি, এমন বাঙালি নেই বললেই চলে। বল্লভপুরের শেষ বংশধর ভূপতি রায় ভুঁইয়া বাহাদুরের চরিত্রে অভিনয় করে, বাঙালি দর্শককে অভিনয়ের মন্ত্রবলে রূপকথার দেশে পৌঁছে দেন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। খুব শীঘ্রই আবার তাঁর গুণমুগ্ধরা তাঁকে পেতে চলেছেন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahasya) ছবিটিতে। দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করলেও, রুপোলি পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। ক্যামেরার পেছনেই তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন। 'বল্লভপুরের রূপকথা'র সাফল্যের পর, আরও একবার বড় পর্দায় দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে।
সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক একটি বার্তায় জানা যাচ্ছে, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'র নির্মাণ পর্ব খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta), যাঁর সঙ্গে এককালে সহকারী পরিচালনায় হাত পাকিয়েছেন সত্যম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক দীর্ঘ গল্প, 'দুর্গ রহস্য' অবলম্বনে বিরসা তৈরি করছেন তাঁর আগামী ছবি। বলা বাহুল্য, এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় একেবারে নতুন অবতারে দেখা পাওয়া যাবে অভিনেতা দেবের (Dev Adhikari)। এই ছবিতেই এবার গুরুত্বপূর্ন একটি ভূমিকায় দেখা যাবে সত্যমকে।
ব্যোমকেশের সত্যবতী কে হবেন, সেই নিয়েও দিন দিন বেশ রহস্য ঘনীভূত হয়েছিল। কখনও পূজা ব্যানার্জী, কখনও বা মৌনী রায়ের নাম শোনা যাচ্ছিল। কিন্তু এই রহস্যের জটও এখন কেটেছে। ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। গত পয়লা বৈশাখে এই ছবির প্রথম ঝলক মুক্তি পায়। দেব এন্টারটেনেন্ট ভেঞ্চর্স (Dev Entertainment Ventures) এবং শ্যাডো ফিল্মসের (Shadow Films) প্রযোজনায়, রহস্য, রোমাঞ্চে ঘেরা একটি নতুন সফরের জন্য, এই মুহূর্তে দিন গুনছেন ব্যোমকেশ-প্রেমীরা।