দিওয়ালি মিটতেই অঘটন খান পরিবারে। হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জিনাত হুসেইন (Aamir Khan Mother)। আজ পঞ্চগনির বাড়িতেই হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, দিওয়ালি উপলক্ষ্যে আমিরের পঞ্চগনির বাড়িতেই সপরিবার ছিলেন। আজ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতার মা। তড়ঘড়ি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা। আপাতত সেখানেই চলছে চিকিৎসা।
তবে শেষ খবর অনুযায়ী, এখন আগের চেয়ে সুস্থ আছেন আমিরের মা, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন আমিরের মা, শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে জিনাত খানের।
এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি আমির খান। এই মুহূর্তে হাসপাতালের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে।