অপেক্ষার অবসান, মে মাসেই প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি হল এই বিজ্ঞপ্তি। মে মাসের সাত তারিখ দুপুর সাড়ে বারোটার সময় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হবে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। দুপুর দুটো থেকে সংসদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মিলবে মার্কশিট ও শংসাপত্র।

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই চলতি বছরের ফলপ্রকাশ। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৫৭১ জন বেশি।