চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল ঘোষণা। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, পশ্চিম মেদিনীপুর জেলা।
সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখা যাবে : wbresults.nic.in , wbbse.wb.gov.in ওয়েবসাইটে। আজকেই মিলবে মার্কশিট এবং সার্টিফিকেট।

প্রসঙ্গত চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষের বেশি। যা গত বছরের তুলনায় প্রায় ৬০ হাজারের বেশি। ছাত্রদের তুলনায় বেশি ছাত্রীদের সংখ্যা।